পৃথিবীতে উন্নত রাষ্ট্রগুলো ক্রমেই উন্নত হচ্ছে এবং উন্নয়নশীর রাষ্ট্রগুলো উন্নতির দিকে ধাবিত হচ্ছে। রাষ্ট্র উন্নয়ন বলতে বুঝায় সে দেশের অর্থনৈতিক অবকাঠামো, যাতায়াত ব্যবস্থা উন্নয়ন এব ইমারতগুলোর উন্নয়ন। ভূ-খন্ড নির্দিষ্ট কিন’ জনসংখ্যা অপরিকল্পিতভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতেও বৃদ্ধি পেতে থাকবে। এই নির্দিষ্ট ভূ-খন্ডে জন-জীবনের জন্য মৌলিক চাহিদাগুলো যেমন: খাদ্য,বস্ত্র, বাসস্থান, শিক্ষা ইত্যাদির চাহিদা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। একই সাথে বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব। তাই মৌলিক চাহিদা পূরণের সাথে সাথে বেকারত্ব দূরীকরণের ব্যবস্থাও গ্রহণ করতে হবে।
সুনিয়ন্ত্রিত ও সুপরিকল্পিতভাবে নগর বাস-বায়ন, বহুতল ভবন, উন্নত সড়ক পথ, রেলপথ, ব্রীজ, কালভার্ট, বিমানবন্দর ইত্যাদি নির্মাণে সিভিল টেকনোলজির কোন বিকল্প নাই।
Diploma in Civil পড়তে প্রয়োজনীয় ল্যাব সমূহঃ
- Drawing Lab (45 Drawing Table)
- Survey Lab
- Sheet Metal Lab
- Engineering materials Testing Lab
- Hydraulics Lab
- Wood Shop
- Computer Lab
- Physics & Chemistry Lab
- Construction Workshop
- Transportation Lab
- Geotechnical Lab
Diploma in Civil এ চাকরির ক্ষেত্রসমূহঃ
উপ-সহকারী প্রকৌশলী পদে (২য় শ্রেণীর গেজেটেড অফিসার) চাকরি পাওয়ার সুযোগ; স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এল. জি. ই. ডি.); জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর (পাবলিক হেল্থ); শিক্ষা প্রকৌশল অধিদপ্তর; সড়ক ও জনপথ অধিদপ্তর; গণপূর্ত অধিদপ্তর; পানি উন্নয়ন বোর্ড; সেনা, নৌ, বিমানবাহিনী (ইঞ্জিনিয়ারিং কোর-এ); বাংলাদেশ রেলওয়ে; ভূমি জরিপ; হাউজিং ও বিল্ডিং নির্মাণ প্রকৌশলী হিসেবে; কনস্ট্রাকশণ ও ঠিকাদারি প্রতিষ্ঠান; হাউজিং ডেভেলপার কোম্পানিসমূহে; সরকারি-বেসরকারি পলিটেকনিক; ভোকেশনাল; টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহে শিক্ষক পদে চাকরি।
Diploma in Civil এ উচ্চ শিক্ষার সুযোগঃ
- বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার-দের উচ্চ শিক্ষার জন্য পৃথক একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে (DUET-Dhaka University of Engineering and Technology )।
- বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং।
- বিএসসি ইন আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং।
- ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং।
- বিএসসি ইন আরবান এন্ড রিজনাল প্লানিং।
- বিএসসি ইন এনভাইরনমেণ্টাল ইঞ্জিনিয়ারিং।
ডিপ্লোমা ইন সিভিল Engineering -এ পাশ করার পর সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলোতে এবং দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে সরাসরি দ্বিতীয় বর্ষে পড়ার সুযোগ রয়েছে। 1. DUET 2. AMIE , IEB এছাড়া দেশে ও বিদেশে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে।