ভর্তি ও সেমিস্টার ফি

Text size A A A
Color C C C C

ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউট-এ ভর্তি চলছে...

এ+ প্রাপ্ত ছাত্র/ছাত্রী সরাসরি ভর্তি হতে পারবে।

ভর্তির নিয়মাবলীঃ

  • অত্র ইনস্টিটিউটের হিসাব শাখায় ৫০০/- টাকা জমা দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।

[সংযুক্তি ১) ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা ফর্ম      এবং ২) অভিভাবক পরিচিতি ফর্ম]

  • এস,এস,সি পাশের মূল নম্বরপত্র- ০১ টি।
  • এস,এস,সি প্রশংসা পত্রের মূল কপি- ০১ টি।
  • এস,এস,সি পরীক্ষার প্রবেশ পত্রের ফটোকপি- ০১ টি।
  • এস,এস,সি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি- ০১ টি।
  • শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধনের ফটোকপি- ০১ টি।
  • অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি- ০১ টি।
  • শিক্ষার্থীর স্ট্যাম্প সাইজের সম্পূর্ণ রঙ্গিন ছবি- ০১ কপি।
  • শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের সম্পূর্ণ রঙ্গিন ছবি- ০৫ কপি।
  • অভিভাবকের পাসপোর্ট সাইজের সম্পূর্ণ রঙ্গিন ছবি- ০২ কপি।
  • বর্তমান অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তি থাকলে ছাড়পত্রের ফটোকপি- ০১ টি।
  • ছাত্র-ছাত্রীদের ভর্তিকালীন সময় A+= ৮০%, A= ৫০%, A- = ৪০%, B= ৩০% ছাড় দেওয়া হয়। 
  • কোটা ভিত্তিক বিশেষ ছাড়ের মাধ্যমে মুক্তিযোদ্ধা, উপজাতি, প্রতিবন্ধি, দরিদ্র, নারী, মেধাবী ও সহোদর / সহোদরা শিক্ষার্থীদের  পড়ানো হয়। এবং চাকুরীজিবী শিক্ষার্থীদের পড়ার সুব্যবস্থা আছে।
  • S.S.C পরীক্ষার্থীদের বিনামূল্যে কম্পিউটার শিখানো হয়।
  • ক্যাম্পাসে আবাসিক হোস্টেলের সু-ব্যবস্থা আছে।

বিঃদ্রঃ লেখা-পড়ায় দূর্বল ছাত্র-ছাত্রীদের যত্নসহকারে অতিরিক্ত ক্লাস নিয়ে পড়ানো হয়। এজন্য অতিরিক্ত কোন ফি নেওয়া হয় না।

 

শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক সাধারণ খরচের বিবরণঃ

ভর্তি খরচ (এককালীন)

সেমিস্টার ফি ও টিউশন ফি

ভর্তি ফর্ম= ৫০০/-

ভর্তি ফি= ৫,০০০/-

প্রতি সেমিস্টার খরচ= ১৪,০০০/-

(সেমিস্টার ফি= ৮,০০০/- ও টিউশন ফি= ৬,০০০/-)

 

মেধাবী ও কোটা ভিত্তিক শিক্ষার্থীদের বৃত্তি/ ছাড়ের বিবরণঃ

সরকারি বৃত্তি

প্রাতিষ্ঠানিক বৃত্তি

কোটা ভিত্তিক বৃত্তি

কম্পিউটার প্রশিক্ষণ

ভর্তি ফি

মোট বৃত্তি

৩২,০০০/=

২৪,০০০/=

১৬,০০০/=

৪,০০০/=

৪,০০০/=

৮০,০০০/=

 

মেধাবী ও কোটা ভিত্তিক শিক্ষার্থীদের বৃত্তিসহ প্রতি সেমিস্টারের খরচের বিবরণঃ

সেমিস্টার প্যাকেজ

সরকারি উপবৃত্তি

প্রাতিষ্ঠানিক মেধাবী বৃত্তি

কোটা ভিত্তিক বৃত্তি

সেমিস্টার খরচ

মোট খরচ

 

১৪,০০০/=

৪,০০০/=

৩,০০০/=

২,০০০/=

৫,০০০/=

৪০,০০০/=

*শর্ত সাপেক্ষে ভর্তি ফি, বই ফি, কম্পিউটার প্রশিক্ষণ, কোটা ভিত্তিক বৃত্তি ও প্রাতিষ্ঠানিক বৃত্তি প্রদান করা হয়।