উন্নত জীবন যাপনের বাসনা সমাজ/পৃথিবীর প্রায় সকল মানুষেরই থাকে। অল্প সময়ে যুগপোযোগী শিক্ষার মাধ্যমে উন্নত জীবন যাপনের বাসনা পূরন করা সম্ভব হয় কারিগরি শিক্ষার মাধ্যমে । অর্থাৎ এস. এস. সি পাশ করার পর মাত্র ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করে ২য় শ্রেণীর পদ মর্যাদার উপ-সহকারী প্রকৌশলী হিসাবে চাকুরীতে প্রবেশ করা যায়। পাশাপাশি বি.এস.সি ইন ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ ও কর্মস্থলে পদোন্নতির সুযোগ তো আছেই। তাছাড়া উন্নত জীবন যাত্রার ক্ষেত্রে প্রত্যেক মানুষের একটি সুন্দর লক্ষ্য থাকতে হয়। আর সেই লক্ষ্যে পৌঁছাতে দরকার উপযুক্ত এবং দক্ষতা সম্পন্ন কারিগরি শিক্ষা।
আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সবচেয়ে বেশি অবদান হলো কারিগরি শিক্ষার। কারিগরি শিক্ষা নিলে প্রত্যেক মানুষের কর্মসংস্থান সৃষ্টিএবং উন্নত বা ভবিষ্যৎ জীবন যাপনের পথ সুগম হয়। এরই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষায় অবহেলিত গণমানুষের কথা চিন্তা করে ২০১০ সালে স্থাপিত হয় ধামরাই পলিটেকনিক ইন্সটিটিউট । বর্তমানে প্রতিষ্ঠানটির ৭৫০০ বর্গফুর এবং অন্যটি ৬৫০০ বর্গফুট বিশিষ্ট দুটি ভবনের সপ্তম তলা ভিত্তির উপর তিন তলা বিশিষ্ট নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ বিভিন্ন টেকনোলজির জন্য ল্যাবরেটরি । এখানে রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরার ব্যবস্থা । রয়েছে সার্বক্ষণিক নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা। ছাত্র/ছাত্রীদের জন্য রয়েছে আলাদা আলাদা কমনরুম, লাইব্রেরী ও ক্যাফেটরিয়ার ব্যবস্থা। । এছাড়াও On line সিস্টেমে পরিচালিত অত্র প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থী , শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীর আলাদা প্রোফাইল। যার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী প্রতিদিনের সকল Update Notice, Academic সকল তথ্য দেশ-বিদেশে বসে মোবাইল ফোন অথবা ইন্টারনেট এর মাধ্যমে বাসায় বসে জানতে পারছে। প্রতিষ্ঠানটি প্রতিদিনের পাঠ্য বিষয় সমূহ ক্লাস/সপ্তাহ ব্যাপি ডিজিটাল লেকটার শীটের মাধ্যমে শিক্ষার্থীদের সরবরাহ করে থাকে। এভাবে প্রতিষ্ঠানটি তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হচ্ছে।
(উপাধ্যক্ষ)
ধামরাই পলিটেকনিক ইন্সটিটিউট
ধামরাই,ঢাকা-১৩৫০।