মেকানিক্যাল টেকনোলজি

Text size A A A
Color C C C C

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতে যন্ত্র কৌশলকে বুঝায়। আবার যন্ত্র কৌশল বলতে কোন মেশিন বুঝায় বা যার সাহায্যে কোন যানবাহন পরিচালনা করা হয়। মেশিনের সাহায্যে উৎপাদনমুখী সকল কল-কারখানা পরিচালিত হচ্ছে। ফলে, কালের বিবর্তনে মানুষের চাহিদার পরিবর্তন ও পরিবর্ধন হয়েছে। মানুষ উন্নত জীবন যাপন করতে শিখেছে। যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদা বাড়ছে। পন্যের গুনগতমানও বৃদ্ধি পাচ্ছে। আর এর পিছনে প্রত্যক্ষ ভূমিকা রাখছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। প্রত্যেক দেশের শিল্পোন্নয়ন, নতুন নতুন কলকারখানা স্থাপন ইত্যাদির পিছনেও যার অবদান রয়েছে তা হল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এক কথায়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে mother of the engineering বলা হয়।

Diploma in Mechanical এ চাকরির ক্ষেত্রসমূহঃ

উপ-সহকারী প্রকৌশলী পদে (২য় শ্রেণীর গেজেটেড অফিসার) চাকরি পাওয়ার সুযোগ; স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এল. জি. ই. ডি.); বাংলাদেশ রেলওয়ে; সেনা, নৌ, বিমানবাহিনী (ইঞ্জিনিয়ারিং কোর-এ); সরকারি সার কারখানায়; সরকারি চিনির মিলসমূহে; বিমান ও সমুদ্রবন্দরসমুহ; অভ্যন্তরীণ নৌ-পরিবহন মন্ত্রণালয়; বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, গাজীপুর; মেশিন টুলস ফ্যাক্টরি, গাজীপুর; টাকশাল, গাজীপুর; পরিবহন পুল, সচিবালয়; বিজি প্রেস; ই. পি. জেড. সমূহে; বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের ছোট-বড় কারখানায়; সরকারি-বেসরকারি পলিটেকনিক; ভোকেশনাল, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহে শিক্ষক পদে চাকরি।

Diploma in Mechanical এ উচ্চ শিক্ষার সুযোগঃ

  • ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করার পর ডুয়েট, কুয়েট, থেকে বি.এস.সি. ইন-ইঞ্জিনিয়ারিং সহ উচ্চতর ডিগ্রী লাভের সুযোগ।
  • ডুয়েট ছাড়াও দেশে যে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি. ইন-ইঞ্জিনিয়ারিং সহ উচ্চতর ডিগ্রী লাভের সুযোগ।
  • স্কলারশিপ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ শিক্ষার সুযোগ।