বাংলাদেশের মত একটি অত্যাধিক জনবহুল দেশে কর্মসংস্থান নিশ্চিতের জন্য কারিগরি শিক্ষা অপরিহার্য। ধামরাই পলিটেকনিক ইন্সটিটিউট ২০১০ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে কারিগরি শিক্ষায় শিক্ষিত , দক্ষ মানব সম্পদ তৈরীতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোপূর্বে অত্র প্রতিষ্ঠান থেকে ৩ টি ব্যাচে উত্তীর্ণ হওয়া অধিকাংশ শিক্ষার্থীগণ সরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন ইনস্টিটিউট, মিল, ফ্যাক্টরী ও কলকারখানায় সুনামের সাথে দায়িত্ব পালন করছে। ধামরাই পলিটেকনিক ইন্সটিটিউট সর্বদা শিক্ষার্থী
মানব সম্পদে পরিণত করে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে বদ্ধ পরিকর। নিয়মিত বিজ্ঞান মেলায় অংশগ্রহন, রোভার স্কাউট ও বিতর্ক চর্চা সহ শিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদান করা হয়। শিক্ষার্থীদের যাবতীয় তথ্য, যথা আগমন, প্রস্থান, সার্বিক উপস্থিতি , ক্লাস টেস্ট ও কুইজ টেস্টসহ পরীক্ষার ফলাফল ইত্যাদি সফটওয়্যারের মাধ্যমে সংরক্ষণ করা হয়। অত্র প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীর নামে ওয়েব সাইটে আলাদা প্রোফাইল আছে। যার মাধ্যমে অভিভা্বকগণ সহজেই শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে অবগত হতে পারেন। ধামরাই পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্র-ছাত্রীদের বাস্তব প্রশিক্ষণ এর মাধ্যমে কর্মসংস্থানের জন্য সর্বাধিক গুরুত্ব প্রদান করছে। প্রতিটি বিষয়ে শিক্ষার্থীরা অথ্যাধুনিক ল্যাবরেটরিতে ও ওয়ার্কশপে ব্যবহারিক প্রশিক্ষণ লাভ করে। ৮ম সেমিস্টারে প্রত্যেক শিক্ষাথী কলকারখানা, মিল, ও কারিগরি প্রতিষ্ঠানে বাস্তব প্রশিক্ষণ লাভ করায় তাদের কর্মটেক্ষেত্রে চাকুরী পাওয়ার অনেক সুযোগ সৃষ্টি হয়, যা তার অর্জিত জ্ঞানের বাস্তব প্রয়োগে সাহায্য করে। কারিগরি শিক্ষার বিকাশে ধামরাই পলিটেকনিক ইন্সটিটিউটের মহান উদ্যোগে যাতে সাফল্যমন্ডিত হয় তার জন্য সৃষ্টিকর্তার সহায়তা কামনা করছি।
সঞ্জিবানন্দ চক্রবর্তী
অধ্যক্ষ,
ধামরাই পলিটেকনিক ইন্সটিটিউট
ধামরাই , ঢাকা-১৩৫০।